Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ সোমবার মধ্যরাতে শিলিগুড়ি বিধান মার্কেটের রথ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল ৭টি দোকান। রাতেই শিলিগুড়ি দমকল কেন্দ্রের ৫টি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকটি প্রসাধন সামগ্রীর দোকান, বৈদ্যুতিক সামগ্রী বিক্রির দোকান আগুনে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। দমকল কর্মীদের অনুমান মূলত শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
[espro-slider id=17838]
মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে ব্যবসায়ীরাও। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে নাকি কোনও ষড়যন্ত্র তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা বাজারে অগ্নি নির্বাপণ কোনও ব্যবস্থা নেই।
অন্যদিকে বাজারের মধ্যে কোনও জলাধার না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হয়েছে। আগেও দলকলের পক্ষ থেকে বাজারে অগ্নিনির্বাপণ সংক্রান্ত পরিকাঠামো তৈরি করার আর্জি জানানো হয়েছিল। তারপরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় কাউন্সিলার শ্রী নান্টু পাল জানান “রাতে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে শুরু করি। কেন আবারও বিধান মার্কেট আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।”