Thank you for reading this post, don't forget to subscribe!
অরিন্দম রায় চৌধুরী, কাকিনাড়া, বেঙল টুডেঃ ফের উত্তপ্ত হয়ে উঠলো ভাটপাড়া। নির্বাচনের পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হতে থাকে ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দলের বিস্তৃর্ন অঞ্চল। মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও, সোমবার আবারও উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। সোমবার রাতে কাঁকিনাড়ার বারুইপাড়া অঞ্চলে ১৩ নম্বর ওর্য়াডে বোমার আঘাতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজন মৃত মহঃ হালিমের স্ত্রী রুবি পারভিন ও মহঃ মুস্তাক বলে একজনের নাম জানা যাচ্ছে। আহতদের গোলঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটে। মৃতের নাম মহম্মদ হালিম, বয়স ৫৭ বছর। সূত্রের খবর, সোমবার রাত সাড়ে দশটা নাগাদ গরমের হাত থেকে বাঁচার জন্য বাড়ির বাইরে বসে ছিলেন এই ব্যাক্তি। পাশেই ছিলেন, তাঁর স্ত্রী রুবী পারভীন। বসে থাকালীনই দুইজন দুষ্কৃতী এসে তাদের উপর হামলা চালায় বলে জানা যায়। ফলে দুষ্কৃতিদের বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যান মহম্মদ হালিম। তার স্ত্রী তার পাশে বসে থাকার কারণে তিনিও গুরুতর ভাবে জখম হন। তাকে এই মুহূর্তেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে নামানো হয়েছে বিশাল পুলিশবাহিনী।