ওয়েবডেস্ক, ঢাকাঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় ঘূর্ণিঝড়ের কারণে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে বরগুনার সাগর উপকূলীয় পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় অর্ধ শতাধিক, আমতলী ও তালতলী উপজেলার অর্ধশতাধিক এবং বরগুনা সদর উপজেলার নলটোনা ও এর আশপাশের এলাকায় শতাধিক ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এতে আরো তিন শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান স্থানীয়রা। তবে এ ঝড়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত ২৮শে ফেব্রুয়ারী, বৃহস্পতিবার ভোররাতে বৈরি আবহাওয়ার কারণে আকস্মিক ঝড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা স্বপন কুমার ব্রম্মকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন বরগুনার জেলা প্রশাসক কবীর মাহমুদ। বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর বলেন, ঝড়ে এই ইউনিয়নে অন্তত দেড় শতাধিক বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো অন্তত শতাধিত ঘরবাড়ি। বরগুনার পাধরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর বলেন, ঝড়ে এ উপজেলার বিভিন্ন স্থানে অর্ধ শতাধিক বাড়িঘর পুরোপুরি বিধ্বস্ত ও দুই শতাধিক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির পাশাপাশি তাদের মাঝে শুকনো খাবার বিতরণের প্রস্তুতি চলছে। এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, ইতোমধ্যেই তিনি বেশ কয়েকটি ক্ষতিগ্রস্থ গ্রাম ঘুরে দেখেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারে সরকারি সহায়তা দেওয়ার জন্যে তালিকা তৈরির কাজ চলছে।
Thank you for reading this post, don't forget to subscribe!