মিজান রহমান, ঢাকাঃ অমর একুশে বইমেলার সময় দুইদিন বাড়ানো হয়েছে। লেখক ও প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে এই সময় বাড়ানো হলো। ফলে আগামী ২রা মার্চ পর্যন্ত মেলা চলবে। ২৮শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার মেলা শেষ হওয়ার কথা ছিল। এদিন সন্ধ্যায় মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু সময় আরও দুদিন বাড়ানোর ঘোষণা করেন। প্রতিমন্ত্রী খালিদ বলেন, কটা দিন কষ্ট হয়েছে, ঝড়-বৃষ্টিতে প্রকাশকদের ক্ষতি হয়েছে, আমরা সেজন্য দুঃখ প্রকাশ করছি। তিনি আরও বলেন, মেলার প্রকাশকরা আমাদের অনুরোধ করেছেন মেলার সময়সীমা বাড়ানো যায় কি না? বইমেলা মূলত ফেব্রুয়ারি মাসকে ঘিরে। এছাড়া ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠান হবে। বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছি। তিনি মেলার সময়সীমা আরও দুই দিন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আগামী ২রা মার্চ মেলার সমাপ্তি হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!