ওয়েবডেস্ক, ঢাকাঃ মিয়ানমার থেকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশের নাগরিকত্ব দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। গত মঙ্গলবার ফিলিপাইনের ম্যানিলা হোটেলে লিগ অব মিউনিসিপালিটিস কনভেনশনে এক বক্তব্যে তিনি এ কথা বলেছেন। ফিলিপাইনের সংবাদমাধ্যম জিএমএ নিউজের বরাতে এ তথ্য জানা গেছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেছেন, আমি রোহিঙ্গাদের গ্রহণে আগ্রহী। প্রসঙ্গত, গত বছর মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করেন দুতার্তে। তিনি জানিয়েছিলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিতে প্রস্তুত ফিলিপাইন।
Thank you for reading this post, don't forget to subscribe!