Thank you for reading this post, don't forget to subscribe!
মিজান রহমান, ঢাকাঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। ২১৯ ভোটকেন্দ্রের ফলাফলে তিনি নৌকা মার্কা নিয়ে পেয়েছেন ১,৩৯,১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. শাফিন আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫,২৭৮ ভোট। গত ২৮শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন চলছে গণনা। ঢাকা উত্তর সিটি নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩০, ৩৫, ৬২১ জন এবং মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৯৫টি। বৃহস্পতিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই কেন্দ্রে আসেন ভোটাররা। তবে প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল কম। মেয়র আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ পদে আওয়ামী লীগ সহ ৪টি রাজনৈতিক দলের ৪ জন ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।