অমিয় দে,ক্যানিংঃ দঃ২৪ পরগনা ক্যানিং থানা দাঁড়িয়া অঞ্চলের ঝাঁরি মোড়ের কাছে ক্যানিং পঞ্চায়েত প্রধান স্বপ্না নস্করের স্বামী কার্ত্তিক নস্কর(রাজু)কে কুপিয়ে গুলি করে খুন করার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।
Thank you for reading this post, don't forget to subscribe!
স্থানীয় এক বাসিন্দা উত্তম নস্কর জানান, এদিন রাতে ক্যানিং ট্যাংরাখালী থেকে বাইকে করে নিজের বাড়িতে ফিরছিলেন, ঠিক সেই সময় ঘটনাটি ঘটে। এমনকি সেই সময় তাঁর বাইকের পিছনে একজন ছিলেন তবে সে কে সেই বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া তিনি আরও বলেন, মৃত ব্যক্তির কোন প্রকার কারোর সাথে কোন শত্রুতা নেই।
যদিও ঘটনার পর স্থানীয়রাই পুলিশে খবর দিলে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কার্ত্তিক নস্করকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে পুলিশ।