ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
সম্প্রতি অনুষ্কা শর্মা অভিনীত নতুন ছবি ‘পরী’ নিষিদ্ধ করা হল পাকিস্তানে। অভিযোগ, এই ছবিতে কালা যাদু বা ব্ল্যাক ম্যাজিক দেখানো হয়েছে, যা ইসলাম বিরোধী। মূলত এই অভিযোগের ভিত্তিতেই বলিউডের এই ছবিকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যায়।
এছাড়া পাক সংবাদমাধ্যম তরফে জানা যায়, পাকিস্তানের সেন্সর বোর্ড এই ছবি নিষিদ্ধ করে দিয়েছে কারণ, এতে নাকি কোনও এক অনভিপ্রেত জায়গায় কোরানের বাণী ব্যবহার করা হয়েছে। সেন্সর বোর্ডের দাবি, কোরানের আয়াতের সঙ্গে হিন্দু মন্ত্রকে মিলিয়ে দেওয়া হয়েছে এই ছবিতে। পাশাপাশি, কোরানের বাণী কালা যাদু করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ।
এক্ষেত্রে সেন্সর বোর্ডের এক সদস্য জানান, ‘পরী ছবির স্ক্রিপ্ট, ডায়লগ ও স্টোরিলাইন ইসলামের বিরুদ্ধে।’ এমনকি ইসলামের বিরুদ্ধে মতবাদ প্রচার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য অনুস্কা শর্মার তৃতীয় প্রোডাকশন হল এই ছবি। বিগত মাসে ‘প্যাডম্যান’ ছবিটিও নিষিদ্ধ করা হয় পাকিস্তানে।