25 C
Kolkata
Sunday, December 3, 2023
spot_img

বাংলাদেশে আন্তর্জাতিক প্রশিক্ষণ পেলেন ৯০ প্রাণী চিকিৎসক

মিজান রহমান, ঢাকাঃ পোলট্র্রির বিজ্ঞানসম্মত স্বাস্থ্য ব্যবস্থাপনা, সঠিকভাবে রোগবালাই নির্ণয়, চিকিৎসা এবং রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বাংলাদেশের ৯০ প্রাণী চিকিৎসককে আন্তর্জাতিক উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ ও মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে বিশ্বের শীর্ষস্থানীয় প্রাণী স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ফ্রান্সের সেভা সান্তে এনিমালি (সেভা) ও ফ্রান্স ন্যাশনাল ভেটেরিনারি স্কুল (এনভা) এ প্রশিক্ষণ প্রদান করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

২০১৬ সালে স্বাক্ষরিত তিন বছর মেয়াদি এ চুক্তির আওতায় প্রতি বছর সারা দেশের ভেটেরিনারিয়ানদের মধ্য থেকে নির্বাচিত ৩০ প্রশিক্ষণার্থীকে নিয়ে চার মাসে চার সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হয়। তিন বছরে প্রাণিসম্পদ অধিদপ্তরে কর্মরত পোলট্রি রোগসংশ্লিষ্ট ২৪ ভেটেরিনারিয়ান, বেসরকারি খাতে কর্মরত পোলট্রি রোগসংশ্লিষ্ট ৪৮ ভেটেরিনারিয়ান এবং সদ্য স্নাতক সম্পন্ন ১৮ নির্বাচিত ভেটেরিনারিয়ান প্রশিক্ষণ লাভ করেন।

তিন বছর মেয়াদে বাস্তবায়িত এ প্রকল্পে বাংলাদেশ অংশের কো-অর্ডিনেটর হিসেবে শেকৃবির অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. মোফাজ্জল হোসাইন এবং প্রোগ্রাম ইনচার্জ হিসেবে মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. কেবিএম সাইফুল ইসলাম দায়িত্ব পালন করেন। ২৫শে অক্টোবর ট্রেনিং লজিস্টিক সাপোর্ট প্রোভাইডার এসিআই এগ্রিবিজনেস কর্তৃক তেজগাঁওয়ের এসিআই সেন্টারে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সফলভাবে প্রশিক্ষণপ্রাপ্ত প্রাণী চিকিৎসকদের মধ্যে ওই প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফএইচ আনসারীর সভাপতিত্বে এবং শেকৃবির মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান এবং ট্রেনিং প্রোগ্রাম ইনচার্জ ড. কেবিএম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন শেকৃবির পোস্টগ্র্যাজুয়েট ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেনিং কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসাইন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. রেজাউল করিম, ফরাসি ভেটেরিনারি স্কুলের (এনভা) কন্টিনিউয়াল এডুকেশনের প্রধান প্রফেসর ড. কারিম আদযু, সেভা সান্তে এনিমালি ফ্রান্সের টেকনিক্যাল ম্যানেজার প্রফেসর ড. মুন্সেফ বউযুইয়া, প্রজেক্ট ম্যানেজার ড. ম্যারি ডুক্রোটয়। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স অ্যাম্বাসি বাংলাদেশের ডেপুটি হেড অব মিশন, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল এফেয়ার মিস্টার এফজি টেকো।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles