মিজান রহমান, ঢাকাঃ মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরো ১০ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। এই বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সম্প্রতি গেজেট জারি করেছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তারা এ স্বীকৃতি পেলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!
এ নিয়ে স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা দাঁড়াল ২৭১ জনে। স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনাদের মধ্যে রয়েছেন— বরগুনা জেলার পাথরঘাটার হোগলাপাশা গ্রামের হাসি রানী অধিকারী, নাটোর লক্ষ্মীপুরের মোছা. মহারানী, সিলেট গোয়াইনঘাটের মোসা, কোকিলা বেগম, সিরাজগঞ্জ তাড়াশের মোছা। পাতাশী, ঝিনাইদহ কাঞ্চননগরের জয়গুন নেছা ও কালীগঞ্জের ফাতেমা বেগম, নাটোর সদরের মোহনপুরের তপেজান, নেত্রকোনা কলমাকান্দার রোকিয়া খাতুন, মুন্সীগঞ্জ সদরের কেওয়ার মাসুদা বেগম এবং নড়াইল লোহাগড়ার মোসা, আফিয়া বেগম।