মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে স্থানীয় বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেন্সিডিলসহ ৩ যুবককে আটক করে।
Thank you for reading this post, don't forget to subscribe!
রুদ্রপুর সীমান্ত ফাঁড়ীর নায়েব সুবেদার মোফাজ্জেল হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার নেতৃত্বে নায়েব সুবেদার আব্দুল মান্নান চৌধুরী, নায়েক মনিরুজ্জামান, ল্যান্স নায়েক ইয়াকুব আলী ও সীপাহী রাকিবুল ইসলাম রুদ্রপুর গ্রামের দক্ষিন পাড়ায় শরিফুল ওরফে বিএসএফের বাড়ীতে অভিযান চালিয়ে একই গ্রামের আব্দুল মজিদের ছেলে শরিফুল ইসলাম (২২) খায়রুল ইসলামের ছেলে সোহাগ হোসেন (২২) ও ওবায়দুল ইসলামের ছেলে বাপ্পি (২০) কে আটক করে।পরে তাদের সীকারোক্তিতে ৩০ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করাহয়।
আটক ৩ যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে নিশ্চিত করেন।