মিজান রহমান, ঢাকাঃ ফেব্রুয়ারির প্রথম দিনেই পর্দা উঠেছে অমর একুশে বইমেলার। প্রতিটি দিন গড়াচ্ছে আর ভিড় বাড়ছে বই প্রেমী পাঠক, লেখক, দর্শনার্থীর। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় ৮ই জানুয়ারি বইমেলায় ছিল উপচেপড়া ভিড়। বইমেলায় অনেকেই এসেছেন দল বেঁধে। কেউ কেউ বন্ধু-বান্ধবদের নিয়ে, কেউবা পরিবার পরিজন, প্রিয় মানুষকে নিয়ে। শিশু, কিশোর কিশোরীও এসেছে। কেবল এক সপ্তাহ গড়িয়েছে অমর একুশে বইমেলার।
Thank you for reading this post, don't forget to subscribe!
বিগত বছরগুলো তুলনায় এবার মেলার শুরুর দিকেই বইয়ের কাটতি ভালো। এতে সন্তুষ্ট প্রকাশনী সংস্থার মালিকরা। বই প্রকাশেও রেকর্ড গড়ছে প্রথম সপ্তাহে। দর্শনার্থীদের ভিড়ও বেশ। সব মিলিয়ে লেখক, প্রকাশক, পাঠক, দর্শনার্থীদের পথচারণায় জমে ওঠেছে বইমেলা। রাজধানীর গুলশান এলাকা থেকে দুই ছোট মেয়েকে নিয়ে বইমেলায় এসেছেন বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা নাসিমা খাতুন।
তিনি বলেন, এবার সপ্তাহের অন্য দিনগুলোতে কাজের জন্য বইমেলায় আসা হয়নি। প্রতিদিনই ইচ্ছা করে বইমেলায় আসতে। ৮ই জানুয়ারি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পরিবারের সদস্যরা সবাই মিলে বইমেলায় আসা। নিজেও বই কিনলাম, বাচ্চাদেরও কিনে দিলাম। তবে আজ বইমেলায় বই প্রেমী ক্রেতা দর্শনার্থীদের খুব ভিড়।
শুক্রবার সন্ধ্যায় অন্যদের মত শিশু, কিশোর, তরুণ-তরুণীরাও ভিড় জমিয়েছে বইমেলায়। মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বই দেখছেন, কিনছেন, নিচ্ছেন নতুন বইয়ের ঘ্রাণ। তবে তরুণ, শিশু, কিশোরদের বইমেলায় সবচেয়ে বেশি আগ্রহ বৈজ্ঞানিক কল্পকাহিনীর বা সায়েন্স ফিকশন বইয়ের প্রতি। অন্য সব স্টলেই বই প্রেমীদের ভিড় থাকলেও যেসব স্থলে বৈজ্ঞানিক কল্পকাহিনীর বা সায়েন্স ফিকশন বই পাওয়া যাচ্ছে সেখানে শিশু-কিশোর, তরুণ আর অভিভাবকদের ভিড় বেশি দেখা গেছে।
একটি জনপ্রিয় প্রকাশনীর স্টলে দায়িত্বরত বিক্রয় কর্মকর্তা সিহাবুল ইসলাম বলেন, এবারের বইমেলায় প্রথম থেকে বই প্রেমী, ক্রেতা, দর্শনার্থীদের ভিড় থাকলেও আজ দিনভর ছিল ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক ভিড়। বেচা বিক্রিও বেশ, সব মিলিয়ে জমে উঠছে প্রাণের বইমেলা। এদিকে ৭ই জানুয়ারি বাংলা একাডেমি আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা শুরুর প্রথম ৬ দিনে শুধু বাংলা একাডেমির ২৫ লাখ ৩১ হাজার টাকার বই বিক্রি হয়েছে।