33 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

প্রবল তুষারঝড়ে বিপর্যস্ত ইউরোপ, মৃত ৫৫

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

তুষারঝড়ে বিপর্যস্ত গোটা ইউরোপ। ১ লা মার্চ ইউরোপের স্থানীয় সময় অনুযায়ী সকাল থেকেই বরফের চাদরে মুড়ে যায় ইউরোপের উত্তর থেকে দক্ষিণে ভূমধ্যসাগর সহ বিস্তীর্ণ অংশ। এর পাশাপাশি গোটা ইউরোপ জুড়ে মৃতের সংখ্যা বেড়ে হয় ৫৫ জন। তবে এই ঘটনায় জখম হন বহু মানুষ। মূলত এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া জানা যায়, স্থানীয় আবহাওয়া দফতরের খবর অনুযায়ী বিগত ২৫ শে ফেব্রুয়ারি থেকে ইউরোপে তাপমাত্রা কমতে থাকে। এর দরুন ১লা মার্চ সকালে হঠাৎ তুষারপাত শুরু হয়। মূলত এই তুষারপাতের জেরে স্কুল কলেজগুলি বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়েছে বহু উড়ান।

প্রশাসন সূত্রে খবর, তুষারপাতের কারণে এডিনবার্গ, উত্তর ইতালি, ফ্রান্সের বিভিন্ন জায়গায় যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ের কারণে ১লা মার্চ সুইজারল্যান্ডের জেনেভা এবং স্কটল্যান্ডের গ্লাসগো বিমানবন্দর দীর্ঘক্ষণ ধরে বন্ধ রাখা হয়। এমনকি এডিনবার্গ, ডাবলিন এবং আমস্টারডার্মের শিফোল বিমানবন্দর থেকে ডজন খানেক উড়ান বাতিল করা হয়েছে। পাশাপাশি শনিবারের আগে অর্থাৎ ৩ রা মার্চের আগে বিমান পরিষেবা স্বাভাবিক হবে না বলেই প্রশাসন সূত্রে জানা যায়। অপরদিকে রেল লাইনে বরফ জমে থাকার কারণে উত্তর ইতালিতে ৫০ শতাংশেরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles