স্বর্ণেন্দু রায়, কসবাঃ কসবা থেকে সারেঙ্গা যাওয়ার পথে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর গিরিধারী এলাকায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ আহত হন অন্তত ২০ জন। জানা যায়, আজ সকালে কসবা থেকে একটি বাস যাত্রী বোঝাই করে সারেন্ডার উদ্দেশ্যে যাচ্ছিল।
বাসটি যখন গিরিধারী চক সংলগ্ন এলাকায় আসে সেই সময় হঠাৎই উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি লরির টায়ার ফেটে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে মুখোমুখি ধাক্কা মারলে বাস এবং লরিটি ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে পাল্টি খেয়ে পড়ে যায়।
বাসটি ৪৫টি পাল্টি খেয়ে উল্টে পড়ে থাকে এবং ট্রাকটি সোজা সুজি চাকা ভেঙে জমিতে পড়ে যায়। এই ঘটনায় আহত হয় বাস যাত্রীদের মধ্যে থাকা প্রায় কুড়ি জন যাত্রী। স্থানীয়রা আহতদের তড়িঘড়ি উদ্ধার করে অটোরিকশায় চাপিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ আসে।
মূলত এই ঘটনার দরুন ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে। তবে পুলিশের তৎপরতায় দ্রুত জাতীয় সড়ক স্বাভাবিক পরিস্থিতি ফিরে পায়।