সৌমি ঘোষ, কসবাঃ বহুতলে ভয়াবহ আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। বুধবার সকালে রুবি মোড়ের কাছে একটি বহুতলে আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। কাঁচ ভেঙে বহুতলের আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। কালো ধোঁয়ায় এক দমকল কর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ দমকলকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
এদিন সকাল সাড়ে ন-টা নাগাদ কসবার একটি বহুতল থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলও তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ ঝাঁপিয়ে পড়ে। প্রথম দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তারপর আগুনের ভয়াবহতাও আরও দুটি ইঞ্জিন পাঠানো হয়।
কালো ধোঁযায় ছেয়ে যায় এলাকা। কাঁচবদ্ধ ধোঁয়া বের করে আগুনের উৎসস্থল খোঁজার চেষ্টা চালাচ্ছে দমকলকর্মীরা। বহুতলের বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে আসে আধ ঘণ্টার মধ্যেই। আগুন লাগার কারণ জানার চেষ্টা চালাচ্ছে দমকল।