মিজান রহমান, ঢাকাঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে চলমান প্রকল্পের পাশাপাশি আরো নতুন এলাকায় তাদের সহযোগিতা চায় অর্থ মন্ত্রণালয়। আর সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি এডিবি চায় প্রকল্পের দ্রুত বাস্তবায়ন। ৫ই জানুয়ারি মঙ্গলবার এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন বাংলাদেশ অর্থমন্ত্রী।
Thank you for reading this post, don't forget to subscribe!
অর্থমন্ত্রী বলেন, এডিবি আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব স্বাভাবিক। দিন দিন আমাদের সম্পর্ক অর্থনৈতিক দিকে আরো উন্নতি করছে। আশা করি, নতুন সরকার আরম্ভ করেছে। এই সরকারের সময়ও তাদের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে। যেসব প্রকল্পে আমরা তাদের সহযোগিতা পাচ্ছিলাম এগুলো চলমান থাকবে।
পাশাপাশি নতুন এলাকায়ও আমরা তাদের সহযোগিতা পাব। আমরা সেগুলো আলাপ করেছি। এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আরো ঘনিষ্ঠভাবে কাজ করব। আমাদের কয়েকটি প্রকল্পের কাজ চলছে। এগুলো খুব দ্রুত সম্পন্ন হবে। সেগুলোর সুফল খুব দ্রুতই মানুষ পাবে।