শান্তনু বিশ্বাস, অশোকনগর:
Thank you for reading this post, don't forget to subscribe!
২৮ শে ফেব্রুয়ারি অশোকনগর পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ড এর তিন নম্বর স্টেডিয়াম লাগোয়া সবুজ সংঘ এলাকায় আত্মঘাতী নবম শ্রেনীর এক ছাত্র। মৃতের নাম শুভজিৎ হালদার। বছর ১৫ এর শুভজিৎ হালদার অশোকনগর বয়সেকেন্ডারি স্কুলের ছাত্র।
সুত্রের খবর, ১ লা মার্চ দোল উৎসব উপলক্ষ্যে স্কুল ছুটি তাই ২৮ শে ফেব্রুয়ারি দোলের আগের দিন স্কুল ছুটির পরে বন্ধু দের সাথে রঙ খেলেছিল শুভজিৎ। এরপর গাঁয়ে রঙ মেখে বাড়িতে যেতেই তাঁর মা খুব বকাবকি করে এবং মারধরও করে বলে জানা যায়। এই ঘটনার জেরে না খেয়ে নিজের ঘরে ঢুকে যায় শুভজিৎ।
এরপর ঘটনার দিন সন্ধ্যাবেলায় শুভজিতের মা অনেক ডাকা ডাকি করাতেও সাড়া না দেওয়ায় এলাকার লোকজন এসে দরজা ভেঙে দেখে ঘরে আরার সাথে গামছা দিয়ে ঝুলছে শুভজিৎ। এরপরই স্থানীয়রা সাথে সাথে শুভজিৎকে অশোকনগর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য ১ লা মার্চ দেহ ময়নাতদন্ত করার জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।