শান্তনু বিশ্বাস,অশোকনগরঃ এদিন অশোকনগর পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সুপার ইনটেনডেন্ট অফ পোস্ট অফিস বারাসাত, দেবাশীষ চৌধুরী। সারা ভারতবর্ষে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট পরিষেবা কেন্দ্রের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কয়েকটি পোস্ট অফিসে এই পরিষেবা চালু হয়েছে। বনগাঁর পরে এবার দ্বিতীয়বারের মত উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগরে চালু হল পাসপোর্ট সেবা কেন্দ্র।
Thank you for reading this post, don't forget to subscribe!
এদিন এই কেন্দ্রের উদ্বোধনের পরে আধিকারিক দেবাশিস চৌধুরী জানান, এই পরিষেবা পেতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতিদিন চল্লিশ জন আবেদনকারি এই কেন্দ্র থেকে পরিষেবা পাবেন। পরিষেবা দেওয়ার জন্যে থাকবে একজন পাসপোর্ট অফিসের আধিকারিক ও একজন পোস্ট অফিসের আধিকারিক। প্রথম ধাপে আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে আবেদনের পরে একটি নির্দিষ্ট ডেট ও টাইম পাবেন, এর পরে এই সেবা কেন্দ্রে তাঁদের আসতে হবে ওই ডেট টাইম অনুযায়ী। দ্বিতীয় ধাপে পুলিশ ভেরিফিকেশনের সাতদিনের মধ্যে স্পিট পোস্টের মাধ্যমে আবেদনকারি বাড়ি বসেই নিজ নিজ পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। এদিন উদ্বোধনের দিনেই অশোকনগর পোস্ট অফিস থেকে বেশ কয়েকজন পাসপোর্ট আবেদনকারী তাঁদের প্রথম পর্যায়ের পরিষেবা পেয়েছেন।
কলকাতায় আর যেতে হবে না, এবার হাতের কাছেই পাসপোর্ট পরিষেবা কেন্দ্র পেয়ে খুশি অশোকনগরবাসী।