শান্তনু বিশ্বাস, অশোকনগরঃ বাড়ি ফাঁকা পেয়ে অশোকনগর থানার অন্তর্গত কল্যানগড় বাজার লাগোয়া এলাকায় প্রাক্তন রেল কর্মী প্রবীর নন্দীর বাড়িতে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার।
Thank you for reading this post, don't forget to subscribe!
জানা যায়, প্রবীর নন্দী তার পরিবার নিয়ে গত শনিবার পানিহাটিতে নিজের ফ্লাটে গিয়েছিলেন সেখান থেকে বেলঘরিয়া আত্মীয়ের বাড়িতে বিয়ের নেমন্তন্ন খেতে যান। সেখানেই বৃহস্পতিবার পাশের বাড়িতে বসবাসকারী ভাই ফোন করে জানায় গেটের তালা ভাঙ্গা। খবর পাওয়া মাত্র বাড়ি ফিরে এসে দেখেন। পেছনের গেটের তালা ভাঙ্গা, দুটো ঘরের দুটো আলমারি লন্ডভন্ড অবস্থায় পরে আছে। সাথে সাথে অশোকনগর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তদন্ত শুরু করে।
প্রবীর নন্দীর কথায়, দুটো সোনার পলা এবং সামান্য কিছু টাকা নিয়ে গেছে চোরেরা। তাছাড়া ঘরে কিছু ছিলনা তাদের। ঘটনার পর থেকে আতঙ্কগ্রস্থ পরিবার। তদন্তে অশোকনগর থানার পুলিশ।