ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ বাবা, জিতেন্দ্রকে কে না চেনে! ১৯৬০ ও ১৯৭০-এর দশকে তাঁকে ডাকা হতো ‘জাম্পিং জ্যাক’ বলে। পরবর্তী সময়ে তাঁর ছেলে তুষার কপূরও বলিউডে পা রাখেন এবং মেয়ে একতা কপূর হাত পাকান প্রযোজনায়। ছোট পর্দার বেশ কিছু সিরিয়াল তাঁর প্রডাকশন হাউজ ‘বালাজি টেলিফিলিমস’-এর হাত ধরেই জনপ্রিয় হয়েছে। তবে একজন সফল প্রযোজক-পরিচালক হওয়া সত্ত্বেও, এখনও পর্যন্ত তাঁর সম্পর্কে কোনও গসিপ শোনা যায়নি বা এমনটাও জানা যায়নি যে, তাঁর সঙ্গে কারোর কোনও সম্পর্ক রয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
সম্প্রতি সর্বভারতীয় এক বিনোদন মাধ্যমে প্রকাশিত হয়, একতা কপূর মা হয়েছেন। ২৭শে জানুয়ারি জন্ম হয়েছে তাঁর পুত্রসন্তানের। এবং কপূর পরিবার তাঁদের নতুন সদস্যকে বাড়িতে নিয়ে আসার জন্য অপেক্ষা করছেন অধীর আগ্রহে। জানা গিয়েছে, সারোগেসির মাধ্যমেই জন্ম হয়েছে একতা কপূরের ছেলের এবং সে সুস্থই রয়েছে।