Thank you for reading this post, don't forget to subscribe!
ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ হাস্যকর রান-আউটের সাক্ষী থাকলেন বিগ ব্যাশের দর্শকরা। ১৪১ রানের লক্ষ্যমাত্রা খাঁড়া করেছিল মেলবোর্ন রেনেগেডস। ক্যামেরন বয়সি ২২ বলে করলেন ৫৫। পাল্টা ব্যাট করতে নেমে সিডনি ক্রমাগত উইকেট খোয়াতে থাকে। এমন অবস্থায় মেলবোর্নের হ্যারি গার্নের ওভারে শর্ট রান নিতে যান গুরিন্দর সাধু। কিন্তু বলটা তাঁর ব্যাটে ঠেকেইনি।
অপরদিকে তিনি নন-স্ট্রাইকিং এন্ডে থাকা জোনাথন কুককে রানের জন্য ইশারা করে বসেন। দৌড়নোর সময় সাধুর চোখ ছিল বলের দিকে। ফলে সোজা গিয়ে সরাসরি ধাক্কা মারেন কুককে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কুক। তাঁর হেলমেট, ব্যাটও ধাক্কার চোটে ছিটকে পড়ে। গার্নে এমন পরিস্থিতির সুযোগ নিয়ে কিপারকে বল ছুড়লে রান আউট হয়ে যায় কুক। ১৯.১ ওভারে মাত্র ১১৩ রানেই শেষ হয় সিডনির ইনিংস। তবে এদিনের এই ম্যাচের থেকেও মানুষের মধ্যে বেশি ভাইরাল হয়ে পরেছে রান-আউট প্রসঙ্গ।