26 C
Kolkata
Friday, September 22, 2023
spot_img

সাঁতরাগাছি ব্রীজে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বিপর্যয়

মনিশঙ্কর বিশ্বাস, হাওড়াঃ বুধাবার সন্ধ্যে ৬টা নাগাদ বাবুঘাট থেকে কটকগামী একটি বাস রওনা হয় ওড়িশার উদ্দেশ্যে। কিন্তু বাসটি একাধিক মালপত্র বোঝাই করবার দরুন সাঁতরাগাছি গড়ফা সামনে পৌঁছতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একদিকে হেলে ব্রীজ থেকে নেমে আসতে থাকে ফলে আতঙ্কের মধ্যে পড়ে যায় যাত্রীরা। এরপর কিছুদূর যেতেই আবার একপাশে বিপদজনক ভাবে হেলে দাঁড়িয়ে পরে বাসটি। যদিও ঘটনার সাথে সাথে স্থানীয়রা ছুটে আসে, শেষমেশ শাল গাছের খুঁটি ও বাঁশ দিয়ে তাকে আগলে রাখে। সাঁতরাগাছি ট্রাফিক গার্ড পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে বাসটিকে ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে যায়। এমন পরিস্থিতিতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ সূত্রে খবর, বাসে যাত্রী সংখ্যা কম থাকায় কোনো যাত্রী আহত হয়নি। তবে বাসের এই বেপরোয়া কার্যকলাপের দরুন ঘটতে পারতো বিরাট দুর্ঘটনা।

Thank you for reading this post, don't forget to subscribe!

Related Articles

Stay Connected

0FansLike
3,868FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles