শান্তনু বিশ্বাস, বনগাঁঃ শুধু আপ ট্রেন চলছে বিড়া স্টেশনের ২০ নম্বর রেল গেট এলাকায় একটি সিমেন্ট বোঝাই লরি পোষ্টে ধাক্কা মারাতে রেলের হাইটেনশনের তার ছিড়ে বিপত্তি । ডাইন লাইনে ট্রেন চলাচল বন্ধ বিকেল সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটে। অফিস ছুটির টাইমে বিপাকে যাত্রীরা। বিভিন্ন স্টেশনে দাড়িয়ে আছে একাধিক ট্রেন। ঘাতক ট্রাকটিকে আটক করেছে স্থানীয় লোকজন।প্রায় দুঘন্টা বন্ধ থাকার পর ছেঁড়া তাঁর মেরামতি করে ।শুরু হল বনগাঁ শিয়ালদহ সাখার ডাউন লাইনে ট্রেন চলাচল ।