শান্তনু বিশ্বাস, অশোকনগরঃ অশোকনগর থানার অন্তরগর্ত গুমা আদর্শপল্লী এলাকা থেকে সাতমাস আগে অপহৃত নাবালিকাকে উদ্ধার করলো পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই মাসে আচমকা নিখোঁজ হয়ে যায় নবম শ্রেনীর এক ছাত্রী। এরপর ঘটনার দিন রাতেই অশোকনগর থানায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অপহরনের মামলা দায়ের করলে তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ। এরপর পুলিশের গোপন সূত্র মারফত জানতে পারে টিটাগড় থানার অন্তর্গত একটি এলাকায় নাবালিকা অভিযুক্ত যুবকের সাথে ঘর ভাড়া নিয়ে রয়েছে। সেইমতো মঙ্গলবার গভীর রাতে টিটাগড় থানার সহযোগীতায় অশোকনগর থানার পুলিশ অভিযুক্ত সৌরভ হালদার নামক যুবককে গ্রেফতার করে নাবালিকাকে উদ্ধার করে অশোকনগর নিয়ে আসে। এদিন অভিযুক্ত যুবক ও নাবালিকাকে বারাসাত আদালতে পাঠানো হয়।