স্বর্ণেন্দু রায়, চন্দ্রকোনাঃ ১৭ দিনের মধ্যে ডাকাতির কিনারা করে বড় সড় সাফল্য লাভ করল চন্দ্রকোনা থানার পুলিশ। গ্রেফতার হয় মূল অভিযুক্ত সহ এক। ধৃতদের নাম সুজারুদ্দিন খাঁন ওরফে (খোকা), বাড়ি চন্দ্রকোনার মহেশ পুর , অপর জনের নাম ইন্দাদুল্লা খান, বাড়ি মুড়াকাটা এলাকায়। বাকীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!
উল্লেখ্য, ১২ই জানুয়ারী ভর সন্ধ্যায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে চন্দ্রকোনা থানার পানিছড়া গ্রামের রাজীব রায়ের বাড়িতে। ডাকাত দলকে হটাতে গুলি পর্যন্ত চালাতে হয়। ডাকাতিতে খোয়া যায় কয়েক ভরি সোনা আর নগদ কয়েক হাজার টাকা। এই ঘটনার পরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। শুরু হয় তদন্ত। তদন্তে নেমে পুলিশ ডাকাত দলের কিনারা করলেও অভিযুক্তরা পালিয়ে বেড়ানোয় গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে দুই দুষ্কৃতি।
পুলিশ সুত্রে জানা যায়, এদিন ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ঘাটাল আদালতে তোলা হয়।