শান্তনু বিশ্বাস, হাবড়াঃ বিদ্যুৎ দপ্তরের কাজ করতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে একসাথে আহত পাঁচজন ঠিকা শ্রমিক। ঘটনাটি ঘটে অশোকনগর থানার বনবনিয়া শ্মশান এলাকার, উদ্ধারে দমকল। আহত পাঁচজনের নাম তাপস বসাক,সালাম গাজি, বিষ্ণু মন্ডল, সন্তোষ দাস ও দিব্যেন্দু গোলদার। এদের প্রত্যেকের বাড়ি বসিরহাট মহাকুমায় বলে জানা গেছে। বর্তমানে আহত পাঁচজন হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে।
সূত্রের মারফত জানা গেছে, বিদ্যুৎ দপ্তরের হাবড়া সাব স্টেশনের হয়ে একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল। সেই মতো রোডে বিদ্যুৎ লাইনে অসুবিধে ছিল কিনা কাজ করছিল বাদুড়িয়া ও বসিরহাটের কিছু শ্রমিক।
সংস্থার এক কর্মীর বয়ান অনুসারে জানা যায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন করেই কাজ করছিল তারা। তবে কোথাও কোন লিকেজ থাকার দরুন তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। যদিও ঘটনার সাথে সাথে দমকলকে খবর দিলে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের স্থানীয় হাবড়া হাসপাতালে নিয়ে যায়। তবে কি কারনে এই ধরনের ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখছে বিদ্যুৎ দপ্তর। ইতিমধ্যে ঘটনায় জেরে চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।