রাজীব মুখার্জী, বেলুড়ঃ স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মদিবস পালন হয়েছে গত ১২ ই জানুয়ারি। সেই উপলক্ষ্যে বেলুড়মঠে মহা সমারোহে নানা অনুষ্ঠান হয় কিন্তু বেলুড় মঠের নিয়ম অনুযায়ী স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী মা বা ঠাকুর রামকৃষ্ণ দেবের বা অন্যান্য সন্যাসীদের পালিত হয় জন্মতিথি উৎসব। সেই মতো এদিন বেলুড় মঠে পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব। ভোর সাড়ে চারটের সময় মঙ্গলারতি দিয়ে শুরু, যার পরিসমাপ্তি ঘটবে সন্ধ্যায় সন্ধ্যারতি দিয়ে। সকালে স্বামীজীর মন্দিরে বিশেষ পূজা ও হোম হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!
এছাড়াও সারাদিন ধরে স্বামীজির ঘর ওসব মণ্ডপে চলবে নানা রকম অনুষ্ঠান। থাকবে উচ্চাঙ্গ সংগীত, ধ্রুপদ, বিবেকানন্দ গীতি, কঠোপনিষদ পাঠ ইত্যাদি। বিকালে ধর্ম মহাসভা, বিষয়- ‘স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী।’ এরই মাঝে বেলা 11 টা থেকে দুটো পর্যন্ত প্রসাদ বিতরণ। দুর-দুরান্ত থেকে শোভাযাত্রা নিয়ে যেমন আসছেন স্কুল পড়ুয়া, ক্লাব সংগঠনের সদস্যরা, তেমনি আসছেন অগনিত ভক্ত ও দর্শনার্থীরা। এক কথায় স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে মেতে উঠেছে বেলুড় মঠ। ভোগের আয়োজন করা হয়েছে সেই নিয়ে সকাল থেকেই বেলুড় মঠের ব্যস্ততা রয়েছে তুঙ্গে।