মনি শঙ্কর বিশ্বাস, হাওড়াঃ এদিন মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন হলো পঞ্চম বর্ষ হাওড়া ডোমজুড় বিজ্ঞান মেলা। উদ্বোধন করলেন বসু ন্যাশনাল সেন্ট্রার ফর বেসিক সায়েন্স এর অধিকর্তা ড:সত্যেন্দ্র নাথ বসু। এছাড়াও মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর বিধায়ক মহ:আব্দুল গনি, যাধবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অরুনাভ মজুমদার সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিগন।
ঝাঁপড়দহ ডিউক ইনস্টিটিউশনের আয়োজনে এবং ডোমজুড় দিশার সহযোগিতায় হাওড়া জেলার সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মেলায় অংশগ্রহণ করে বিজ্ঞান প্রদর্শনের মাধ্যমে তাড়া এই মেলা প্রাঙ্গণকে আকর্ষণীয় করে তোলে। বিগত বছরের মতো এবছরও বিজ্ঞান মেলার পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ, আবৃতি, বিতর্ক প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই মেলা চলবে আগামী ২৭শে জানুয়ারি পর্যন্ত।