Thank you for reading this post, don't forget to subscribe!
স্বপন মাহাতো, ঝাড়গ্রামঃ গাড়ি প্রেমীদের জন্য ‘নিশান’ এর নতুন এস ইউ ভি মডেল নিশান ‘কিকস’। এই গাড়িটি তৈরি হচ্ছে চেন্নাই অরাগাদামে। গাড়ি প্রেমীদের কথা মাথায় রেখেই নতুন মডেলের এই কিকস গাড়িটি বানানো হয়েছে। এর মধ্যে উন্নত মানের প্রযুক্তিগত সিস্টেম দিয়ে গাড়িটি তৈরি করা হয়েছে, যা এই ধরণের অন্য গাড়িতে দেখা যায় না। পাশাপাশি মধ্যবিত্তের যাতে গাড়িটি ব্যবহার করতে পারেন সে কথা মাথায় রেখেই বানানো হয়েছে। নিশানের যে কোনো শোরুমে এই গাড়িটি বুক করলে পাওয়া যাবে। ভারতের বাজারে এই গাড়িটির সর্বনিম্ন দাম ধার্য করা হয়েছে ৯,৫৫,০০০ টাকা।
এই গাড়িটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ‘Nissan India Oparetions’ এর সভাপতি থমাস কোয়েল বলেন, “এই নতুন নিশান কিকস ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।এটির রক্ষনাবেক্ষন এই ধরণের অন্যান্য গাড়ির তুলনায় অনেক কম এবং এই গাড়িটি এই ধরণের অন্যান্য সকল গাড়ির থেকে বেশি বাজার করতে পারবে বলে আমি আশাবাদী। গাড়িটির দুটি সংস্করণ এখন পাওয়া যাবে পেট্রোল এবং ডিজেল ভার্সনে”।