রাজীব মুখার্জী, হাওড়াঃ পশ্চিমবঙ্গে যেখানে বিভিন্ন দল ছেড়ে শাসক দলে যোগ দেওয়ার প্রবণতা চোখে পড়ার মতো। সেখানে এক ভিন্ন চিত্র ধরা পড়লো হাওড়ায়। এদিন শতাধিক কংগ্রেসের নেতা ও কর্মী আনুষ্ঠানিক ভাবেই যোগদান করলো বি. জে. পি. তে। এদিন হাওড়া শহরের বি. জে. পি.- র জেলা অফিসে বি. জে. পি.- র হাওড়া জেলা নেতৃত্বের উপস্থিতে বি. জে. পি. তে যোগদান অনুষ্ঠান সংগঠিত হয়।
যারা কংগ্রেস থেকে বেড়িয়ে বি.জে.পি. তে যোগ দিলেন তারা হলেন ব্রজ নাথ মল্লিক – মাশিলা অঞ্চল; কংগ্রেসের সভাপতি, তৃপ্তি মল্লিক (শম্পা মল্লিক );- মাশিলা মহিলা কংগ্রেসের সভাপতি, জয়ন্ত কষাক – কংগ্রেস নেতা মাশিলা, শ্রীকান্ত কয়াল – কংগ্রেস নেতা মাশিলা, এবং সাথে ছিলেন শতাধিক কংগ্রেসের সমর্থক।