রাজীব মুখার্জী, হাওড়াঃ ফের দিল্লীর মতো ট্রেনে কাটা পড়ে প্রচুর মানুষের প্রান যেতে চলেছিল আজ। তবে অল্পের জন্য ঘটনার হাত থেকে রক্ষা পেল কয়েকশো যাত্রী। ঘটনাটি ঘটে হাওড়ার দাশনগর স্টেশনে। আর এর ফলে বৃহস্পতিবার সকালে হাওড়ার দাশনগর স্টেশন অবরোধ করেন ক্ষিপ্ত যাত্রীরা।
দক্ষিণ পূর্ব রেল থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল পৌনে নয়টা নাগাদ ডাউন মেচেদা লোকাল দাশনগর স্টেশনে নিয়ম মতো এক নম্বর প্লাটফর্মে না দাঁড়িয়ে মেন লাইনে দাঁড়িয়ে পড়ে। মেন লাইনে প্লাটফর্ম না থাকায় যাত্রীরা হুড়মুড়িয়ে অনেক উঁচু থেকে লাফ দিয়ে নামতে গিয়ে জখম হয়। ঠিক সেই সময়ে আপ কারশেড গামী ও ডাউন দূরন্ত এক্সপ্রেস স্টেশন দিয়ে যায়। দাশনগরে তিনটি প্লাটফর্ম থাকায় মেন লাইনের যাত্রীরা আতঙ্কে চিৎকার করে ওঠে। অনেকে লাইন পার হতে গেলে যাত্রীরাই নিজেদের সামলে নেয়। দূরন্ত ট্রেন দুটি প্লাট ফর্ম ছাড়ার পরেই যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। শুরু হয় ট্রেন অবরোধ। সামান্য সময়ের ব্যবধানে মারাত্মক দূর্ঘটনা থেকে রেহাই পাওয়া গিয়েছে বলে স্বীকার করেছেন রেল কর্তারা।
জানা গিয়েছে সাঁতরাগাছি স্টেশন মাস্টারের ভুলে এই ট্রেনটি প্লাটফর্ম পায়নি। তবে এত বড় ঘটনার পরেও এখনও পর্যন্ত দক্ষিণ পূর্ব রেলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে দাশনগর স্টেশনে।