রাজীব মুখার্জি, হাওড়াঃ নিজের বাড়িতেই মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হলেন বছর ষাটেকের এক বৃদ্ধা। মৃতের নাম মিরা পাল। বুধবার ঘটনাটি ঘটেছে হাওড়া শহরের ব্যাটরা থানা এলাকার নরসিংহ দত্ত রোড এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এদিন সকালে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয় নিকটবর্তী হাসপাতলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে একটি মাত্র ঘর থাকার কারণে ওই বৃদ্ধা একাই থাকতেন। আর ছেলে এবং বৌমা থাকেন বৌমার বাপের বাড়িতে। মৃতার স্বামী গত হয়েছেন গত বছর ডিসেম্বরেই। সেই থেকেই তিনি একা থাকতেন। কিন্তু এদিন সকালে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তারা খবর দেন নিকটবর্তী ব্যাটরা থানায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।
বৃদ্ধা হাঁপানির রুগী ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি এই রোগে ভুগছিলেন। পাশাপাশি তিনি মানসিক অবসাদেও ভুগছিলেন বলে অনুমান স্থানীয়দের। মূলত এর জেরেই তার এই আত্মহত্যার সিদ্ধান্ত বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হাওড়ার ব্যাটরা থানার পুলিশ।