ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ বিগত বছরে দু’জনেই বলিউডে পা রেখেছেন। শ্রীদেবীর কন্যা জাহ্নবীর অভিষেক ‘ধড়ক’ ছবিতে। সেফ-কন্যা সারা আলি খানের প্রথম ছবি ‘কেদারনাথ’। এর পরে ‘সিম্বা’-তেও তিনি নায়িকা। কোনও সন্দেহ নেই, জাহ্নবীর থেকে জনপ্রিয়তা বেশি পেয়েছেন সারাই। আর এতেই নাকি চটেছেন জাহ্নবীর বাবা বনি কপূর।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বনির প্রধান রাগ জাহ্নবীর জনসংযোগ দলের উপরে। ঘনিষ্ঠ মহলে নাকি বনি বিরক্তি প্রকাশ করে বলেছেন, সারার জনসংযোগ দলের দৌলতে নাকি বেশি প্রচার পেয়েছেন সেফ আলির কন্যা। যে কারণে তিনি বিভিন্ন ব্র্যান্ডের প্রচারেও সুযোগ পেয়েছেন। যেভাবে সারা প্রচারের আলোয় এসেছেন অথচ তাঁর মেয়ে পাননি, তাতেই ক্ষুব্ধ বনি। এমনই দাবি ওই প্রতিবেদনের।
প্রসঙ্গত, এই মুহূর্তে ‘তখত’ ছবির শ্যুটিং করছেন জাহ্নবী। অন্যদিকে সারা ইমতিয়াজ আলি খানের পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন।