শুভাশিষ সোম, ব্যারাকপুরঃ নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠা যুবকের জীবনের গল্প কমবেশি সকলেই জানেন। মহান এই বাঙালি যুগে যুগে আসমুদ্র হিমাচলকে জ্ঞানের চক্ষু খুলে জাগ্রত করে গেছেন ও এখনও তার বানীকে অনেকেই অনুসরণ করে চলেছেন। বাঙালি জাতি ও হিন্দু ধর্মকে বিশ্বের মঞ্চে সর্বপ্রথম তিনিই প্রতিষ্ঠিত করেন। শিকাগোর সেই ধর্ম সভার গল্প সকলেই জানেন। নিজের প্রতি বিশ্বাস রাখা, সমস্যায় বুক চিতিয়ে লড়া, জাতীয়তাবাদের ভাবনা, সমাজের সকলকে এক করে দেখার অনুপ্রেরণা এই মহানা বাঙালির কাছ থেকেই পাওয়া।
স্বামী বিবেকানন্দের ১৫৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে এদিন ষষ্টিতলায় ব্যরাকপুর পৌরসভার ২২ নং ওয়ার্ড কমিটির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে প্রভাত ফেরী সহ শিশুদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। এদিনের এই প্রতিযোগিতায় প্রায় ৫০ জন শিশু অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন শিল্পী সুনীল সাহা সহ ২২ নং ওয়ার্ডের পুরমাতা মনীষা চক্রবর্তী ও চেয়ারম্যান ইন কাউন্সিল সুপ্রভাত ঘোষ।