37 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

ভারত যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

মিজান রহমান, ঢাকাঃ পঞ্চম যৌথ কনসালটেটিভ কমিশনের বৈঠকে যোগ দেওয়ার জন্য ভারত সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আমন্ত্রণে তিনি দিল্লি যাচ্ছেন। আগামী ৭ ও ৮ই ফেব্রুয়ারি তিনি ভারতে থাকবেন। মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পরে মোমেনের এটিই প্রথম সফর।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন,‘আমরা একটি আন্তঃমন্ত্রণালয় সভা করেছি। আমরা একটি ভালো সফর আশা করছি।’ তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আমাদের আলোচনা হবে।’

এ বিষয়ে গত রবিবার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, 'আমার প্রথম সফর হবে ভারত। উল্লেখ্য, বাংলাদেশ সবসময় তার প্রতিবেশীদের সঙ্গে গভীর সম্পর্ক রেখে চলে এবং এরমধ্যে ভারতের প্রাধান্য সবচেয়ে বেশি।'

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles