Tuesday, March 28, 2023
spot_img

মিনাখাঁয় মধ্যশিক্ষা পর্ষদের কর্মীর ব্যাগ ও নগদ টাকা ছিনতাই

অর্ণব মৈত্র, মিনাখাঁঃ ঘটনার প্রকাশ, প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যার সময় সল্টলেক অফিস থেকে মিনাখাঁর ধুধুরদহ পাল পাড়ার বাড়িতে ফিরছিলেন মধ্যশিক্ষা পর্ষদের কর্মী মিরা বাছাড়। সন্ধ্যা ৭টা নাগাদ ধুধুরদহ বাস স্ট্যাণ্ডে নেমে পাল পাড়ার দিকে হাঁটতে শুরু করে ছিলেন ওই মহিলা। তার এক হাতে টর্চ লাইট ও এক হাতে একটি ব্যাগ ছিলো। সেই ব্যাগের মধ্যে অফিসের কিছু দরকারী নথি পত্র ও নগদ সাতান্ন হাজার টাকা ছিল। সেই সময় বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা দুই দুস্কৃতি হাত থেকে ওই ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় ও ওই মহিলা কে মারতে মারতে মাটিতে ফেলে বাইক চেপে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর, কোন রকমে বাড়ি চলে জাওয়ার পর ১২ই জানুয়ারী মিনাখাঁ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

Related Articles

Stay Connected

0FansLike
3,749FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles