শান্তনু বিশ্বাস, হাবড়াঃ রবিবার থেকে হাবড়ায় শুরু হল “হাবড়া নাট্য উৎসব”, চলবে ১৩ই জানুয়ারী পর্যন্ত। এদিন নাট্য উৎসবের সূচনা করেন নাট্যকার শ্যামল চক্রবর্তী। এছারা উপস্থিত ছিলেন হাবড়ার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য, হাবড়া পুরসভার প্রক্তন পুর-প্রধান নিলিমেশ দাস সহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি ও নাট্য অভিনেতা।
হাবড়ার কলতান প্রেক্ষা গৃহে প্রতিদিন সন্ধে ৬টা থেকে প্রথম সো ও সন্ধে সাড়ে ৭ টা থেকে দ্বিতীয় নাটক। মোট ২টি করে নাটক উপস্থাপনা হবে। নাটক দেখার জন্য কোনও প্রবেশ মূল্য রাখা হয়নি বলে জানা গিয়েছে। পুরসভার উদ্যগে চলা নাট্য উৎসবের প্রশংসা করেন এদিনের নাট্য উৎসবের উদ্ভদক নাট্যকার শ্যামল চক্রবর্তী।