Thursday, March 23, 2023
spot_img

নিরঙ্কুশ জয়: বাংলাদেশে ১৯ জানুয়ারি আওয়ামী লীগের মহাসমাবেশ

 

মিজান রহমান, ঢাকাঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপনে আগামী ১৯শে জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। ওইদিন দুপুর আড়াইটায় মহাসমাবেশ শুরু হবে। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মহাসমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী সহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। গত বছর ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২৫৭টি আসনে এককভাবে জয়লাভ করেছে আওয়ামী লীগ। ১৯৯৬ সালে সপ্তম সংসদে শেখ হাসিনা প্রথম সংসদ নেতা নির্বাচিত হন। পরে ২০০৯ সালে নবম সংসদ এবং ২০১৪ সালে দশম সংসদের পর এবার টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles