Thursday, March 23, 2023
spot_img

তরল মাদক সহ গ্রেফতার এক পাচার কারি ও আগ্নেয়াস্ত্র সহ আরও ১

শান্তনু বিশ্বাস, হাবড়াঃ বৃহস্পতিবার রাতে হাবড়া থানার পুলিশ টহল দেওয়ার সময় বসিরহাট মোর এলাকা থেকে সন্দেহ ভাজন এক যুবককে আটক করে। ধৃতকে থানায় নিয়ে এসে জিঙ্গাসাবাদ করা হলে, তার ব্যাগ থেকে পাঁচ লিটার তরল মাদক উদ্ধার হয়। ধৃত কে জিঙ্গাসাবাদে স্বীকার করেছে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা। ধৃতের নাম পল্টু রায়, বাড়ি হাবড়া থানার অন্তরগর্ত পাঁচঘড়িয়া এলাকায়। ধৃতের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে।

অপরদিকে এদিন রাতেই পুলিশ আরো এক সন্দেহভাজন যুবককে আটক করে থানায় নিসে তল্লাশী চালিয়ে একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করে। ধৃতের নাম পাপ্পু কিত্তনিয়া, বাড়ি হাবড়া থানার আনখোলা এলাকায়। ধৃতের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। ধৃত দুজনকে আজ, শক্রবার আদালতে পাঠানো হয়েছে। তরল মাদক সহ পল্টুকে সাত দিনের পুলিশ হেপাজত চাওয়া হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles