অর্ণব মৈত্র, রাজারহাটঃ গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ, রাজারহাটের ভাতেন্ডা এলাকায় দুই যুবতী প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছিল। সেই সময় দুই দুষ্কৃতী বাইকে চেপে এসে পিছন থেকে এক যুবতীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয়। তবে যুবতীদের চিৎকারে এলাকার মানুষ এক দুস্কৃতি কে ধরে ফেলে। মারধর করে রাজারহাট থানার পুলিশের হাতে তুলে দেয়।
বাইকটি আটক করেছে পুলিশ। ছিনতাই যাওয়া মোবাইলটি উদ্ধার হয়নি। ধৃতের নাম মুন্নাফ আলী মোল্লা। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাশিপুর থানার চণ্ডীহাট এলাকায়। তবে সঙ্গে থাকা দুষ্কৃতী পালিয়ে যায়। ধৃত মুন্নাফ আলী মোল্লাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই ছিনতাই চক্রে আর কারা জড়িয়ে আছে জানতে চেয়েছে রাজারহাট থানার পুলিশ। ধৃতকে আজ বারাসত আদালতে তোলা হবে। ৭ দিন হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।