Thursday, March 23, 2023
spot_img

বর্ষবরণ উৎযাপন করতে গিয়ে রাস্তায় মৃত্যু হল এক ব্যাক্তির

শান্তনু বিশ্বাস, হাবড়াঃ বর্ষবরণ উৎযাপন করতে গিয়ে বেপরোয়া লড়ির ধাক্কায় মৃত ১ ও আহত ৩। মৃত রাহুল পাল (১৯) বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত মিঠুন ঘোষ(২০), সুমন ভট্ট(২১), পিক্লু কর(২০)। স্থানীয় সুএের খবর, সোমবার রাত ১২ টা, তখন জনা ২৫ বন্ধু মিলে প্রত্যেকেই রাস্তায় ‘Happy New Year’ লিখছিল। খুব দ্রুত গতিতে হাবড়ার দিক থেকে একটি ৪০৭ গাড়ি ছুতে আসছিল, তখন ৪ বন্ধু মিলে লেখা শুরু করে আর বাকিরা সবাই রাস্তার গাড়ি থামিয়ে ধীর গতিতে যাবার ব্যবস্থা করছিল। কিন্তু হাত দিয়ে দাড় করানো স্বত্ত্বেও লড়াটি না দাঁড়িয়ে ঐ চার যুবকের উপর দিয়ে দ্রুত গতিতে চালিয়ে বেরিয়ে যায়। বাকি বন্ধুরা পেছন দিক থেকে ধাওয়া করলেও তাতে কোন লাভ হয়ে না।

পরবর্তীতে কিছুটা দুরে গিয়ে বদর চাকলা রোডে এক টোটো চালককে ধাক্কা মারে। আহত অবস্থায় সকল কে প্রথমে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনের অবস্থার অবনতি হলে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাদের মধ্যে, রাহুল পাল কে আরজিকর হাসপাতাল থেকে মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়। বুধবার সকালে হাবড়া বদর রোডের মৃত রাহুলের বাড়ির পাশে দুর্ঘটনাস্থলে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। ২ ঘন্টা বাদে হাবড়া থানার পুলিশ গিয়ে দোষীদের ধরা হবে এবং ঘাতক লড়িটিকে যত দ্রুত সম্ভব আটক করা হবে বলে আসস্ত করলে ২ ঘন্টা পর অবরোধ তোলা হয়। রাহুলের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles