32 C
Kolkata
Monday, March 25, 2024
spot_img

মিনাখাঁয় খুন বসিরহাটের কুখ্যাত এক দুস্কৃতি

অর্ণব মৈত্র, মিনাখাঁঃ উত্তর ২৪ পরগনার মিনাখাঁর এক দুস্কৃতিকে গুলি করে খুন করল অপর এক দল দুস্কৃতি। ঘটনার তদন্তে বসিরহাট জেলা পুলিশ। এলাকা সূত্রে জানা যায় যে, মঙ্গলবার বিকেল ঘনাবার কিছুক্ষণ পর বসিরহাটের দিক থেকে আসা একটি মারুতি ভ্যানে করে জন-পাঁচেক দুস্কৃতি আসে মিনাখাঁর চৈতল গ্রামপঞ্চায়ের নেড়ুলি গ্রামের বি বি ডব্লু এস্ক ইঁট ভাটায়। ওই স্বসস্ত্র দুস্কৃতির দল ভাঁটায় প্রবেশ করে আব্দুল করিম (বাবলু) কে খুঁজতে থাকে। তখন আব্দুল করিম প্রাণের ভয়ে ছুঁটে ওই ভাঁটার পাশের একটি গ্রামে ঢুকে পড়ে। সেই সময় তার পেছনে ধাওয়া করে আব্দুল করিম কে প্রথমে পায়ে একটি গুলি করে ওই স্বসস্ত্র দুস্কৃতিরা। তারপর আব্দুল করিম ছুঁটে বসিরহাট-মালঞ রোডে ওঠলে সেখানে তাকে পর পর ৬টি গুলি করলে মাটিতে লুটিয়ে পড়ে সে। ঘটনা স্থলেই মৃত্যু হয় আব্দুল করিমের। পরে ওই দুস্কৃতিদের এলাকা বাসীরা তাড়া করলে, এলাকাবাসীরদের লক্ষ্য করে বোমা ছুঁড়তে থাকে। প্রাণের ভয়ে এলাকার বাসিন্দারা পালিয়ে গেলে ওই দুস্কৃতিরা একটি মারুতি ভ্যানে করে বসিরহাটের দিকে পালিয়ে যায়। প্রকাশ্যে দিনের আলোয় এই ভাবে বহিরাগত দুস্কৃতিরা এসে খুন করায় ব্যপক উত্তেজনা ছড়িয়েছি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত আব্দুল করিমের বাড়ি বসিরহাটের ময়লাখোলায়। সে প্রায় গত ২ই বছর ধরে ওই ভাঁটায় টিকিট দেওয়া নেওয়ার কাজ করত। তার আসল নাম শ্রীকান্ত মণ্ডল। সে ময়লাখোলার কুখ্যাত দুস্কৃতি নামে পরিচিত ছিলো। তার গায়ে একাধিকা কাটার দাগও রয়েছে। মৃত ওই দুস্কৃতি আব্দুল করিম নাম নিয়ে ওই ভাঁটায় কাজ করার সুবাদে গা ঢাকা দিয়ে ছিলো। সেই খবর পাওয়ার পর তার কিছু বিরোধী গোষ্ঠীর দুস্কৃতিরা ওই কাজ করতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles