Tuesday, March 28, 2023
spot_img

বাংলাদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আরো ২ দিন

ওয়েবডেস্ক, ঢাকাঃ পৌষের শুরু থেকেই পঞ্চগড়ের তাপমাত্রা কমে গিয়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। উত্তরের হিমেল বাতাসের সঙ্গে রাতভর ঝরতে থাকা কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। প্রতিদিন সকাল ৮ টার মধ্যেই সূর্যের মুখ দেখা গেলেও সারা দিনই কনকনে শীত অনুভূত হচ্ছে। রাজশাহী, ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় ঘনকুয়াশা আর শীতে বিপর্যস্ত জনজীবন। ২৯শে ডিসেম্বর চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিন সারা দেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তীব্র শীতে জবুথবু চুয়াডাঙার জনজীবন। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পথ ঘাট ও ক্ষেত খামার। ২৯শে ডিসেম্বর শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, ২৬শে ডিসেম্বর থেকে শুরু হওয়ায় শৈতপ্রবাহ আগামী ২ দিন পর্যন্ত অব্যাহত থাকবে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মো. সামিউজ্জামান জানান, সকাল ৯ টায় তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাতভর হিমেল বাতাস থাকায় তাপমাত্রা কমে যাচ্ছে বলে তিনি জানান। দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপে চরম বিপাকে নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন অনেকে।

Related Articles

Stay Connected

0FansLike
3,752FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles