রাজীব মুখার্জী, হাওড়াঃ ২৮শে ডিসেম্বর দুপুরের এক নির্মম ঘটনার সাক্ষী রইলো হাওড়া স্টেশন। কে বা কারা ৬ মাসের বাচ্ছা কে স্টেশন চত্বরেই ফেলে রেখে গেলো। ৩ নম্বর প্লাটফর্মে পাওয়া গেলো এই বাচ্ছাটাকে। স্টেশনে অনেক বার ঘোষণা করা হলেও কেউ বাচ্ছার দাবি করতে আসেনি। মনে করা হচ্ছে কেউ ইচ্ছাকৃত ভাবেই বাচ্ছাটিকে ফেলে গেছে স্টেশনে। হাওড়া জি. আর. পি. তে জেনেরাল ডাইরি করা হবে বলে জানা গিয়েছে। তারপরে চাইল্ড কেয়ার কমিটিতে পাঠিয়ে দেওয়া হবে এই বাচ্চাটিকে।