জয় চক্রবর্তী, গাইঘাটাঃ রাজ্য সরকারের নির্দেশে বেআইনি ভাবে ধান বিক্রির বিরুদ্ধে অভিযানে নেমে শনিবার সকালে গাইঘাটা ব্লকের চাঁদপাড়া কিষান মান্ডি থেকে ৭৯ বস্তা ধান আটক করল পুলিশ। পুলিশ গাইঘাটা ব্লক কিষান মান্ডিতে অভিযান চালালে দালালেরা ধান রেখে পালিয়ে যায়৷