রাজীব মুখার্জী, উলুবেড়িয়া, হাওড়াঃ দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে খুন হলেন এক অটো চালক। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার হীরাপুর এলাকায় ২১শে ডিসেম্বর সন্ধ্যা বেলায়। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পরে এলাকার মানুষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আশিস জেলে, বয়স ২৬ বছর। হাওড়া-আমতার শেরপুর এলাকায় তাঁর বাড়ি। খুব কাছ থেকেই গুলি করে দুষ্কৃতীরা। মৃতের অটো তেই দুষ্কৃতীরা যাত্রী সেজে বসেছিল। তারপরেই আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আশিসের। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। খুনের কারন নিয়ে এখনও ধন্দে পুলিশ।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আসে উলুবেড়িয়া থানার পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। পুলিস সূত্রের খবর, হামলার পিছনে কোনও পুরনো বিবাদ থাকতে পারে। আবার ভাগ বাঁটোয়ারা নিয়ে বনিবনা না হওয়াতেও খুন হয়ে থাকতে পারেন আশিস। অতীতে অঞ্চলে সমাজবিরোধী কাজকর্মে জড়িত থাকার অভিযোগ ছিল মৃতের বিরুদ্ধে। তাই সব সম্ভাবনা খতিয়ে দেখেই তদন্ত শুরু হয়েছে।
অভিযুক্তরা এখনও ফেরার।