নিজস্ব প্রতিনিধি, বেলঘরিয়াঃ সম্প্রতি রাজ্যে ৪ মাস আগে ভয়াবহ অবস্থায় একটি ব্রিজ ভেঙে পরে। কলকাতার মাঝের হাট ব্রিজের ঘটনাটি ঘটেছিল সেপ্টেম্বর মাসের ৪ তারিখ। সেই দিনটির কথা কলকাতা বাসি আজও ভোলেনি। ২৪ জন আহত হন এবং ১ জন মারা যান। তবে আশ্চর্যের বিষয় হল কয়েকদিন এ বিষয় রাজ্য সরকার গুরুত্ব দিলেও, পরে তেমন কিছু করতে দেখা যাইনি। এমনকি এই ঘটনার পরেও রাজ্যর বিভিন্ন স্থানে ফ্লাইওভার বা ব্রিজ ভেঙ্গেছে, কিন্তু তেমন কোন পদক্ষেপ নিতেও দেখা যায়নি রাজ্য সরকারকে।
প্রসঙ্গত, ১৯শে ডিসেম্বর ঠিক একই ঘটনা ঘটল বেলঘড়িয়ায়। এদিন ভোরবেলায় হঠাৎই বেলঘড়িয়া থেকে নিমতা যাবার ফ্লাইওভার এর একটি রেলিং ভেঙে পরে। যদিও ভোর বেলা হওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। সুত্রের খবর, বুধবার ভোরবেলা বেলঘড়িয়ার দিকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাইড গার্ড ওয়ালে ধাক্কা মারে। আর তারপরই গার্ড ওয়ালের একটা পিলার ভেঙে নিচে ফুটের একটি দোকানের উপর পড়ে। তবে রাস্তায় লোক চলাচল কম থাকায় বড়সর দূর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বেলঘড়িয়া বাসি। এখনও পর্যন্ত নিত্যযাত্রী তথা যারা প্রতিদিন নিজের সংসার প্রতিপালন করার উদ্দেশ্যে পথে বের হচ্ছেন তাদের ক্ষেত্রে এক প্রকার প্রানের ঝুঁকি নিয়েই পথে বের হতে হচ্ছে। ট্রাম, বাসে করে ঝুলে ঝুলে যেতে হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রাননাশা ব্রিজের উপর দিয়ে। এতো ঘটনা ঘটার পরও কেন রাজ্য সরকারের টনক নড়ছে না তা নিয়েই প্রশ্ন তুলছে সাধারন মানুষ।