Thursday, March 23, 2023
spot_img

মধ্যমগ্রাম পুলিসের হাতে ৩ চোর ও মাদকদ্রব্য পাচারকারী

শান্তনু বিশ্বাস, মধ্যমগ্রামঃ ১৬ই ডিসেম্বর, রবিবার সন্ধেবেলা মধ্যমগ্রাম থানার অন্তরগর্ত মাঝেরগাঁও প্রকল্প এলাকা থেকে ১০ লিটার মাদক সহ ৩ জন বাইক চোরকে মধ্যমগ্রাম থানার পুলিশ গ্রেফতার করে বলে ১৭ই ডিসেম্বর, সোমবার সন্ধ্যা বেলায় বারাসাত মহকুমার অতিরিক্ত এস পি একটি প্রেস মিটের মাধ্যমে জানায়। ঘটনার সম্বন্ধে জানতে চাওয়া হলে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে, ১৭ই ডিসেম্বর সন্ধ্যাবেলা ৩ জন বাইক চোর শঙ্কর বিশ্বাস (২৮), আব্দুর রহিম (৪৯) ও সিদ্ধেশ্বর দাস (৩৮) কে পুলিশ ধরে ফেলে।

পুলিশ সূত্রে খবর, এদের কাছ থেকে ৯টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে ও ১০ লিটার কোডিন মিক্সার (মাদকদ্রব্য)পাওয়া গেছে। ধৃতদের ১৮ই ডিসেম্বর কোর্টে তুলে পুলিশ হেফাজতে নেবে বলে জানা গিয়েছে। গত ১.৫ মাস যাবৎ বাইক চুরির সন্ধানে পুলিশের এটি সাফল্য বলে অনুমান করছে অনেকে। এর সাথে অন্য কোনো পাচার চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে জেলা পুলিশ।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles