Thank you for reading this post, don't forget to subscribe!
মিজান রহমান, ঢাকাঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ৫৮টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করার নির্দেশ দিয়েছে। গত রবিবার বিকেলে বিটিআরসি থেকে বাংলাদেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানকে (আইএসপি) এই নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল বিকেলে আমরা বিটিআরটিসি থেকে ৫৮টি সাইট বন্ধের নির্দেশ পেয়েছি। নির্দেশের পর বিষয়টি দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কেন ওয়েবসাইটগুলো ব্লকের নির্দেশ দেওয়া হয়েছে, তার কারণ ব্যাখ্যা করেননি তিনি। এক্ষেত্রে তিনি বলেন, সাধারণত রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ করলে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়।
বাংলাদেশে বন্ধের নির্দেশ পাওয়া সাইটগুলোর মধ্যে রয়েছে: প্রিয় ডটকম, রাইজিং বিডিডটকম, পরিবর্তন ডটকম, রিপোর্ট বিডি২৪ ডটকম, শীর্ষনিউজ২৪ ডটকম, ঢাকাটাইমস২৪ ডটকম , বিডিপলিটিকো ডটকম, পেজ নিউজ২৪ ডটকম, রেয়ার নিউজ২৪ ডটকম, বিএনপি নিউজ২৪ ডটকম, প্রথম বাংলাদেশ ডটনেট, ডেইলি আমারদেশ ডটএক্সওয়াইজেড, ডিএনএনডট নিউজ, রাজনীতি২৪ ডটকম, আরবিএন২৪ ডটকোডটইউকে, সংবাদ২৪৭ ডটকম, দেশভাবনা ডটকম, আমারদেশ২৪৭ ডটকম, অ্যানালাইসিস বিডিডটকম, আওয়াজবিডি ডটকম, বদরুল ডটঅরগ, বিএনপি অনলাইন উইংডটকম, ইনডটবিএনপি বাংলাদেশ ডটকম, বিএনপি বাংলাদেশ ডটকম, বাংলামেইল৭১, ডটইনফো, এটিভি২৪ বিডিডটকম, বাংলাস্ট্যাটাস ডটকম, বিবাড়িয়া নিউজ২৪ ডটকম, শিবিরডটঅরগ ডটবিডি, নিউজ২১ বিডিডটকম, ওয়াননিউজ বিডিডটনেট, নিউজবিডি৭১ ডটকম, জাস্টনিউজ বিডিডটকম, এক্সপ্রেসনিউজ বিডিডটকম, ডেইলিবিডিটাইমস ডটকম, ময়মনসিংহ নিউজ২৪ ডটকম, মূলধারা বিডিডটকম, সিএনএন বিডি২৪ ডটকম, ডেইলিমিরর২৪ ডটকম, দেশনেত্রী সাইবারফোরাম ডটকম, আলাপন ডটলাইভ, দিগন্ত ডটনেট, মোরালনিউজ২৪ ডটকম, পত্রিকা ডটকম, দাওয়াহিলাল্লাহ ডটকম।