রাজীব মুখার্জী, রামরাজতলা, হাওড়াঃ ১০ই ডিসেম্বর সোমবার বিকেল পৌনে ৪টে নাগাদ হাওড়ার রামরাজাতলা ও দাশনগর স্টেশনের মধ্যবর্তী আড়ুপাড়া এলাকায় একটি খালি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়। এর দরুন দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা।
[espro-slider id=16013]
স্থানীয় ও রেল সুত্রে খবর, এদিন ট্রেনটি কারশেড থেকে বেরিয়েছিল। এরপর গাড়িটি কারশেড থেকে বেরোনোর পড়ে লাইনচ্যুত হওয়ার পড়ে পাশের ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। এতে ইলেকট্রিক পোস্টটি বেঁকে যায়। তবে সেই মুহূর্তেই চালকের নজর পড়লে তিনি ট্রেনটিকে ওখানেই দাঁড় করিয়ে দেন। এই দুর্ঘটনা হওয়ার জন্য খড়গপুর শাখায় দীর্ঘক্ষন ট্রেন চলাচল ব্যাহত হয়।
যদিও গাড়িটি খালি থাকায় কোনো প্রানহানি না ঘটলেও ডাউন লাইনে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। অনেক রাত অব্দি ট্রেনটিকে লাইনে তুলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এই ঘটনায় রাজারামতলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর দরুন নিত্যযাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়।